গাংনী পৌর শহরের কাথুলী মোড়ে বিশ্বাস স্যানিটারী এন্ড হার্ডওয়ারের দোকানের ঢেউটিন কেটে নগদ ২লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।
পৌর শহরের চৌওগাছা গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুর ছাত্তারের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী জহিদুল ইসলামের দোকানে চুরি করেছে চোরের দল।শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।দোকান মালিক জাহিদুল ইসলাম জানান,গতকাল আমার দোকানে হালখাতা ছিলো হালখাতা শেষে প্রতিদিনের মত আমি বাড়ী চলে গেছি।সকালে দোকানে ঢুকে দেখি দোকানের ঢেউটিন কেটে ক্যাশ বাক্স থেকে নগদ ২লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আমি গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছি।এব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।