গাংনীতে ১০ বোতল ফেনসিডিলসহ বেল্টু আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৩ বার পঠিত

গাংনীতে ১০ বোতল ফেনসিডিলসহ বেল্টু আটক

সাইফুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে আশরাফুল ইসলাম বিল্টু (২৪) কে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ। বেল্টু সহড়াতলা গ্রামের বাজারপাড়ার সেন্টু মিয়ার ছেলে। রোববার রাত সোয়া ১০টার দিকে সহড়াতলা বাজারস্থ রাজু আহমেদ এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি ওয়ালটন মোবাইল জব্দ করা হয়। জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুন্ডুসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিল্টুকে ফেনসিডিলসহ আটক করে। বেল্টুর বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। বিল্টুর বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর