গাংনীতে ৭২বোতল ফেনসিডিলসহ মাদককারবারী আটক

মানবী,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৪৭ বার পঠিত

মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাংগা গ্রামের জামতলা মোড় থেকে ৭২বোতল ফেনসিডিল ও সিএনজিসহ মোঃ লিয়াকত আলী নামে একজনকে গ্রেফতার জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
আটক লিয়াকত আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার রায়টা গ্রামের পশ্চিমপাড়ার মৃত জসিম মন্ডল এর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ কতৃক জানা যায়,একটি সিএনজি করে মাদককারবারী মাদকসহ অবস্থান করছে,এমন গোপন ও ভিওিতে জেলা গোয়েন্দার চৌকস টিম এসআই অজয়কুন্ড’র নেতৃত্বে এসআই বিশ্বজিৎ ও সংগীয় ফোর্সের সহোযোগীতায় আজ ২৩/০৬/২০২২ইং বিকেল ০৪:৩০মিঃ এ হাড়াভাংগা জামতলা মোড় থেকে সিএনজি ও ৭২বোতলসহ আসামি লিয়াকত আলী কে গ্রেফতার করে গাংনী থানায় সোপর্দ করা হয়।

গাংনী থানার ওসি আঃ রাজ্জাক জানান,৭২ বোতল ফেনসিডিল ও সিএনজি ডিবি কতৃক ধৃত আসামি
গাংনী থানা গ্রহন করেছে। তার নামে মামলা এবং আদালতে প্রেরণ  প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর