গাংনীর খাসমহল সীমান্ত থেকে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের খাসমহল সীমান্ত থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে ৪৭ বিজিপি ক্যাম্পের অফিসার ও ফোর্স রাত্রিকালীন রণ পাহারা করার সময় খাসমহল এলাকা হতে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো খাসমহল গ্রামের মৃত তমাল মন্ডলের ছেলে জানারুল ইসলাম ( ৫২), রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আবু হোসেনের ছেলে হারুনুর রশিদ (২৮) ও একই গ্রামের লিয়াকত হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২১)।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার আয়নাল হোসেন জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরের খাসমহল এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের প্রত্যেকের নিকট ১০বোতল করে ফেনসিডিল পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর