গাংনীর চৌগাছায় গীর্জা প্রধানের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৯ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলা চৌগাছা খিষ্ট্রানপাড়ার জপ মালা রানীর গীর্জা প্রধান আব্রাহাম ও তার স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। এব্যাপারে গীর্জা প্রধান আব্রাহাম গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

হামলার শিকার গীর্জা প্রধান চৌগাছা গ্রামের শতিশ মন্ডলের ছেলে আব্রাহাম মন্ডল অভিযোগ করে বলেন, চৌগাছা খিষ্ট্রান পাড়ায় বসবাসরত গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত হারিয়াদহ গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আলীম হোসেন ও তার ছেলে রাজ হোসেন তুচ্ছ ঘটনায় আমার উপর হামলা করে।

আমাদের সীমানা পাচিল ডেঙ্গিয়ে প্রাণে মেরে দেওয়া লক্ষে আমাকে ও আমার স্ত্রী মমিতা মন্ডলকে কিলঘুষি মারতে থাকে একপর্যায়ে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়।
পরে আমরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই। পরে আবারো বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে বিষয়টি নিয়ে আমি খুবই আতঙ্কিত।

পরে স্থানীয়দের সাথে আলোচনার পর থানায় একটি অভিযোগ করেছি। এব্যাপারে রির্পোট লেখা পযর্ন্ত আলীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে মুঠোফোন বন্ধ দেখায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোন অপরাধী আইনের উর্ধে নয়।

সুত্র-মেহেরপুর প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর