গাংনীর বামন্দীতে ইয়াবা সহ ২জনকে আটক

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৪ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে  ৬৫ পিছ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৬৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ছাতিয়ান গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে বাশার ইসলাম (২৪) ও মহাম্মদপুর পশ্চিম পাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (২৬)।

বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার ছাতিয়ান গ্রামে মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই শেখ বিপ্লব, এটিএস আই রাকিবুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলার ছাতিয়ানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্প। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর