গাংনীর বামন্দীতে পানিবন্দী প্রায় একশ পরিবার।
এম. তারেকঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীতে অতিবৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রায় একশ পরিবার জলাবদ্ধতার কারণে পানিবন্দী জীবনযাপন করছে। ভুক্তভোগীরা জানান এক মাস ধরে পানিবন্দী তারা।
দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে ডেঙ্গু মশা সহ তাদের পায়ে ঘায়ের সৃষ্টি হয়েছে।
মেহেরপুর জেলার সিনিয়র সাংবাদিক ইন ডেপেডেন্ট নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন বলেন,তার বাসাতেও জলাবদ্ধতা হয়েছে।
তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন।
এবং গাংনী উপজেলা নি র্বাহী অফিসার এলাকাটি পরিদর্শন করে গেছে।
বাসিন্দারা বলছেন,তারা কোন আশানুরূপ ফল পাচ্ছেন না।