স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান উল্টে আশেনা খাতুন (৩৮) নিহত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর একটার দিকে মেহেরপুরের গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী জালাল উদ্দীন আহত হয়েছেন।
নিহত আশেনা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। গ্রামের আলমগীর হোসেনের স্যালোইঞ্জিন চালিত যানে তাকে নিয়ে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পল্লী বিদ্যুৎত অফিসের সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশেনা খাতুন আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই যানের যাত্রী নিহতের স্বামী জালাল উদ্দীনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।