গাংনী থেকে ইয়াবা, গাঁজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার পঠিত

গাংনী থেকে ইয়াবা, গাঁজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজ মোড় থেকে মোঃ আজিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আজ বৈকাল ০৫:৫০ মিঃ ঘটিকায় ২০ পিচ ইয়াবা ১৫ গ্রাম গাঁজা একটি মোবাইল ও মাদক বিক্রির ৪,৪০০ টাকা সহ তাকে আটক করা হয়।

আসামি গাংনী পৌর এলাকার ০৩নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মোঃ জামাল উদ্দিন এর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজের সামনে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর ও এএস আই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজুল কে গ্রেফতার করে,

এ সময় তার কাছ থেকে ২০পিচ ইয়াবা,১৫গ্রাম গাঁজা, মাদক বিক্রয় এর ৪হাজার ৪’শ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি জানান,ইতিপূর্বে আজিজুলের নামে আরও ৩টি মাদক মামলা রয়েছে। আটককৃত আজিজুলের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর