গাংনী পৌরসভার প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
গাংনী পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৭ হাজার ৮৭৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।এর মধ্যে মোট রাজস্ব আয় ৩ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ২৫০ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৩ কোটি ২২ লক্ষ ৪৩ হাজার ১৩০ টাকা।
আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় গাংনী পৌরসভার হলরুমে গাংনী পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে –সামাজিক দুরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে সহকারী প্রকৌশলী ও পৌরসভার সচিব শামীম রেজার পরিচালনায় বাজেট ঘোষনা করেন পৌরসভার হিসাব রক্ষক জুলফিকার আলী ।
অনুষ্ঠানের শুরুতেই পৌর মেয়র স্বাগত বক্তব্যে গাংনী পৌরসভাকে তিলোত্তমা শহর গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়ে পৌরসভার নানা উন্নয়নের কথা তুলে ধরেন।এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।মেয়র বলেন, ১৬ বছর আগের পৌরসভা আর বর্তমান ৪ বছরের পৌরসভা আকাশ পাতাল পার্থক্য। এর আগে গাংনী পৌরসভা ভুতুড়ে ছিল। নাগরিক সেবা ছিল না। অন্ধকারে থাকতে হতো। বর্তমানে ২ নং পৌরসভা হিসাবে অনেক উন্নয়ন হয়েছে।
এসময় বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র মলিদা খাতুন, কাউন্সিলর বদরুল ইসলাম বুদ প্যানেল মেয়র-২ সাইদুল ইসলাম,নবীরউদ্দীন, মিজানুর রহমান মিজান,আছালউদ্দীন, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মদন, ইনামুল হক, বাবুল আক্তার, সংরক্ষিত নারী কাউন্সিলর ফিরোজা খাতুন, পারভীনা খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও গাংনী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ এ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।
বাজেটে নানা অবকাঠামো উন্নয়নসহ রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, সড়ক বাতি, সোলার স্ট্রিট লাইট, ,ড্রেন নির্মাণ,ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ পয়ঃ নিষ্কাশন কার্যক্রমের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে।