গাংনী পৌর মেয়র পদে আশরাফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন
মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। শনিবার সহকারি রির্টার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাচন অফিসারের কাছে তিঁনি মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, ২০১৫ সালের পৌর নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম। ওই নির্বাচনে সাবেক মেয়র আহম্মেদ আলী পান নৌকা প্রতীক। নির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে জয়লাভ করেছিলেন। দলের বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন কমিটি তার নাম বাদ দেন।
গতকাল মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের আশরাফুল ইসলাম বলেন, গত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসায় আবারও প্রার্থী হয়েছি। গাংনী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি সবার কাছে দো’আ প্রার্থনা করেন।