গাংনী বাজারে ভাম্যমান আদালতের অভিযান:
গাংনী বাজারে ভাম্যমান আদালতের অভিযান:
কামরুজ্জামান প্রতিনিধি মেহেরপুরঃ আজ বৃহঃবার বিকেল ৪ ঘটিকায় গাংনীর বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী আমিন মিষ্টান্ন ভান্ডার এ নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে নির্বাহী মেজিজ্ট্রেট সুজন দাঁস গুপ্ত ভোক্তা আইন ৫৩ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।
অপর দিকে পাটের বস্তার বদলে প্লাষ্টিক বস্তা ব্যবহার ও মাল সংরক্ষণের দায়ে পাটজাত মোড়ক আইনে মেসার্স রহমান ট্রেডার্স কে ২০০০ টাকা জরিমানা করেন নির্বাহী মেজিজ্ট্রেট মিথিলা দাস।