গাংনী সাহেবনগরে মোটরবাইক দুর্ঘটনায় ১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে শিয়ালকে বাঁচাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ইমন (১৭) নামের এক এক কলেজ পড়ুয়া ছাত্র। সে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সোমবার (৩ অক্টোবর), রাত ৮ টার দিকে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর-হাড়াভাঙ্গা সড়কে মানজুরুল ইসলামের ইলেকট্রিক -প্লামবার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের পশ্চিমপাড়ার রাহাতুল হকের ছেলে ইমন মোটরসাইকেলযোগে হাড়াভাঙ্গা বাগানপাড়ায় মামা তৌহিদুল ইসলামের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবনগর-হাড়াভাঙ্গা সড়কে পৌঁছলে হঠাৎ একটি শিয়াল সড়কে উঠে পড়ে। এসময় শিয়াল টিকে বাঁচাতে ইমন তার মোটরসাইকেল টি ইলেক্ট্রিক দোকানের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইমন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর ভাবে আহত হন।
স্থানীয়রা ইমনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বামুন্দীর কাছাকাছি আসলে ইমনের মৃত্যু ঘটে।
মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমন নতুন মোটরসাইকেল নিয়ে হাড়াভাঙ্গা গ্রামে তার নানা বাড়ি যাওয়ার পথে শিয়াল বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এসময় সে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ইমনের মরদেহ বর্তমান মহাম্মদপুর গ্রামে অবস্থান করছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর