গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৬০২ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ আজগর পাঠান
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন রশিদ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী,



যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড, মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, পৌর আ.লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে কোন ষড়যন্ত্রকারি আটকিয়ে রাখতে পারবে না। বহু ষড়যন্ত্রের পথ পারি দিয়ে দেশ আজকে একটি ভালো অবস্থানে দারিয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে কিন্তু এই যুবলীগ সমস্থ অপপ্রচারকে প্রতিহত করে সংগঠনেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর