সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার উপলপুর মধ্যপাড়া বাজার থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইকবাল শেখ উলপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানা উপ-পরিদর্শক মো. মুকুল হোসেন সরদার জানান, রোববার সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উলপুর মধ্যপাড়া বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইকবাল শেখকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইকবাল শেখ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।