ঘোড়াঘাট ইউএনও‘র ওপর হামলার প্রতিবাদে হরিণাকুন্ডুতে মানববন্ধন
হরিনাকুন্ডু থেকে মো: রাব্বুল ইসলাম
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর ওপর দুর্বৃত্তদের বর্বরোচারিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছেন,
বৃহস্পতিবার সকালে হরিনাকুন্ডু উপজেলা পরিষদ দোয়েল চত্বরে মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা
উপজেলা সরকারি কমিশনার
( ভূমি)রাজিয়া আক্তার চৌধুরী
উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানানোর পাশাপাশি বাংলাদেশের আর কোথাও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য আজ আমরা মানববন্ধন করছি।