চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২০ বার পঠিত

  চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটিস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস পার্টি সম্পন্ন হল। অধ্যক্ষ মো: জাকের হোছাইন এর সভাপতিত্বে ও মৌলানা জামাল উদ্দিন এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ আমানত হাউজিং সোসাইটির সভাপতি মুবিনুল হক চৌধুরী, দৈনিক দেশ বার্তার সম্পাদক সাংবাদিক লায়ন মো: আবু ছালেহ্, ডা: এস এম মাসুম হান্নান, মো: মাহাবুবুল আলম, মো: রকিব, মো: লোকমান, এড. মিনার, মো: রফিক। বক্তারা বলেন শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের বিকল্প নেই। নগরীতে খেলার মাঠ নেই পর্যাপ্ত। বিনোদনের স্থান থাকলেও শিশুদের নিয়ে যাওয়ার পরিবেশ নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ব্যবস্থা করা খুবই জরুরি। শুধু মাত্র বই কেন্দ্রিক শিক্ষা নয় উপযুক্ত ব্যবহারিক শিক্ষা তাঁদেরকে বাস্তব উপলব্ধি করতে সহায়তা করবে। শিশুদের উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করারও অবকাশ নেই। বর্তমানে অভিভাবকদের মনে আতংক ছড়িয়ে পড়ছে শিশুদের অপহরণ, চুরি, ধর্ষণ ও খুনের ঘটনায়। ছাত্র ছাত্রীদের ধর্মীয় শিক্ষার, সংস্কৃতি চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের জন্য অধ্যক্ষ্যের প্রতি অনুরোধ জানান। সু শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। কেক কেটে ছাত্র ছাত্রীদের নিয়ে সকলে আনন্দ উৎসবে ক্লাস পার্টিকে পরিপূর্ণ করে তোলেন। মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর