কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ চিলমারী উপজেলা শাখার উদ্দোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে কেক কেটে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু।
বক্তব্য রাখেন যুবলীগের চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ আনোয়ার পলাশ, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।