চিলমারীতে শিশু ধর্ষণচেষ্টায় তরুণ কারাগারে

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার পঠিত

 

 

কুড়িগ্রামের চিলমারীতে খেলার মার্বেল দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শাহিনুর রহমান শাহিনের (২০) বিরুদ্ধে। আজ শুক্রবার গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হারেছুল ইসলাম। আটক তরুণ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চিকেরটারী এলাকার বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হারেছুল ইসলাম। আটক তরুণ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চিকেরটারী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহিনুর ভুক্তভোগী ছয় বছরের শিশুকে খেলার মার্বেল দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মা এসে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শাহিনুরকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ ওই তরুণকে আটক করে। এদিনই ওই শিশুর পরিবার থানায় অভিযোগ করে।

ওসি হারেছুল ইসলাম বলেন, শাহিনুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে ওই শিশু কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর