চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডে দুইটি বন্য প্রাণি বাঘডাসা উন্মুক্ত করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান
এম ডি আরিফ।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৮নং ওয়ার্ড বেলগাছি কবরস্থান এলাকায় আজ ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বাঘডাসা নামে দুইটি বন্য প্রাণি উন্মুক্ত করেন।
এ সময় তিনি বলেন দুইটি বন্য প্রাণি খাচার ভিতরে ছটফট করছে, ভয়ে অস্থির মনে হচ্ছে কোন অপরাধী, কিন্তু এই অবলা প্রাণি জানেনা যে এদেরকে যত্রতত্র ধরা বা সময়ে সময়ে পিটিয়ে মেরে ফেলার মত ভয়াবহ অপরাধ আমরা করছি।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ যদিও আমরা বুঝতে পারি কম। স্থানীয় ভাবে বাঘডাসা বলে পরিচিত দুইটা বন্য প্রাণি আবার তাদের বাসস্থানে উন্মুক্ত হওয়ার সাথে সাথে, প্রাণী দুটি তাদের বাস স্থান খোঁজার জন্য দৌড়ে চলে যায়।