ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৬৮৪ বার পঠিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৫ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বঙ্গবন্ধুর আদর্শ,মহান মুক্তিযুদ্ধের চেতনা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন মাননীয় এম,পি।লেখা পড়ার পাশাপাশি উত্তম চরিত্র গঠনে ছাত্র লীগ নেতাকর্মীদের উপদেশ দেন।আগামী পৌর নির্বাচনে নৌকার প্রার্থী এস এম রবিন হোসেনকে উক্ত সভায় পরিচয় করিয়ে দেন এবং বিজয়ী করার আহ্বান জানান। সভার শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয় যা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া বিকেলে শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাটে ৯ নং ওয়ার্ডে গনতন্ত্র দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা হয়।আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে উক্ত সভায় শত শত নারী পুরুষ মিছিল নিয়ে অংশ নেয় এবং নৌকার প্রার্থী রবিন হোসেনের জন্য ভোট প্রার্থনা করেন। সভায় মেহের আফরোজ চুমকি এমপি ছাড়াও এডভোকেট মেহেদি হাসান,আবুবকর চৌধুরী, রবিন হোসেন,কামরুল ইসলাম সহ স্হানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর