জলঢাকায় বিশ্ব মানবাধিকার দিবস 2019 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৪ বার পঠিত
10 December 2019 22:08
মনোয়ার হোসেন লিটন  প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মত “বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালী পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার ওসমান গনি, জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী, ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাদিকুল সিদ্দিক সাদেক সহ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর