১৫ আগষ্ট,২০২২: জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
এতে উপস্থিত ছিলেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিলন, জিএস পিন্টু, বেলায়েত হোসেন, আনিস লিমন, আনোয়ার হোসেন, মোনালিসা মৌ, সুজন মাহমৃদ ও নাহিদা আকতার পপি প্রমূখ। দিবসটি উপলক্ষে বিএমএসএফের বিভিন্ন শাখা নানা কর্মসূচী পালন করে।
এদিকে আজ রাত ৯টায় বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধু,গণমাধ্যম ও বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে (লিঙ্ক BMSF Bangladesh is inviting you to a scheduled Zoom meeting. Topic: BMSF Metting Time: Aug 15, 2022 09:00 PM, Dhaka Join Zoom Meeting https://us02web.zoom.us/j/4854331998?pwd=NUp0RnVlT0pPcUU1ZmlEZWp2dXN0dz09 এতে সারাদেশের শাখাসমুহের সাংবাদিকদের যুক্ত হতে আমন্ত্রণ জানানো হয়েছে।