সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে
র্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার
আক্তার হোসেন এর সভাপতিত্বে ও নির্বাচন অফিসার পলাশ দাশ এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন, হরিণাকুণ্ডু থানার
অফিসার ইনর্চাজ (ওসি) জিয়াউর রহমান, ৫ নং কাপাশাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম,সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান
শিক্ষক -শিক্ষার্থী, সুধী সমাজের ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।