জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

 

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট), সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি ও মেহেরপুর পাবলিক লাইব্রেরী এ কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট পল্লব ভট্টাচার্য, শ্রী শ্বাশত নিপ্পন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নূরুল আহমেদ, আবুল হাসানাত দিপু ও চিত্র শিল্পী গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে স্কুল পর্যায়ে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর