ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানা পুলিশ উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে গত শুক্রবার বিকালে ১০পিচ ও রবিবার ৩/৯/২০২৩ইং সন্ধায় ৬৫ পিচ সর্বমোট ৭৫ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার শেষে জব্দ সহ চার যুবক কে আটক করেছে।
থানা পুলিশ সুত্র জানায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ এর নির্দেশে সোর্স নিয়োগের মাধ্যমে মাদক বিরোধী অভিজান চলাকালীন সময়ে রবিবার সন্ধা আনুমানিক ৭টায় এসআই লিয়াকত ও এএসআই জসিম অভিজান পরিচালনা করেন। এসময় উপজেলা বেড়বিন্নী গ্রামের কালু বিস্বাসের বাড়ী সামনে পাকা রাস্তার উপর থেকে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপূর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান টমাস(২৪)ও ইমদাদুল জোয়ার্দ্দারের ছেলে সাব্বির হোসেন(১৯)কে ৬৫ পিচ নিষিদ্ধ ইয়াবা সহ গ্রেফতার করে।
এর আগে শুক্রবার বিকাল আমুমানিক ৫টায় অভিজান চলাকালীন সময়ে এসআই গিয়াস উদ্দিন ও এএসআই জসিম উপজেলার সাবেকবিন্নি গ্রামের ধনির মোড় এলাকায় লালটুর বাড়ীর সামনে থেকে ১০পিচ ইয়াবা সহ উপজেলার ঘোড়াগাছা গ্রামের লতিফ আলীর ছেলে মিথিন আলী(২৫) ও সমশের কুমারের ছেলে শ্যামল কুমারকে গ্রেফতার করে।
এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ এর(ক) ধারায় দুইটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত চার যুবককে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।