ঠাকুরগাঁয়ের সদর উপজেলায় রবিবার ১৮ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৬৯) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
গতকাল রাতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যু- বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া — রাজিউন)
মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সদর উপজেলা ছিট চিলারং এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী পুত্র, কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ও থানা পুলিশ। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে পরে তাঁকে গ্রামের পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যতে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।