ফাইল ফটো
চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়ােজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনাে অসন্তোষ নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দাম বৃদ্ধি নিয়ে কোনাে অসন্তোষ নেই মানুষের মধ্যে।
গত বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
ব্রিফিংয়ের আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “পুশইন ও এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কারণ। নেই। ভারত আমাদের আশ্বস্ত করেছে, এটি নিয়ে উদ্বিগ্ন না হতে। আমরা ভারতের এ আশ্বাসেই থাকতে চাই। এ নিয়ে কোনাে প্রশ্ন করে আমরা তাদের (ভারত) বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না।’ বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ভারতবিরােধী প্রচারণা চলছে। এ বিষয় নিয়ে কিছু কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়েও নেতিবাচক প্রচারণা চালাচ্ছে ভারতবিরােধী মহল। এ নিয়ে কথা হয়েছে।’
শুদ্ধি অভিযান থেমে যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ অভিযান চলছে ও চলবে। দলে পরিচ্ছন্ন নেতৃত্ব আসছে। এর আগে গতকাল রাজধানীতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়ােজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১১ বছরে দেশের মানুষের ক্রয়ক্ষমতা আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আগের চেয়ে বর্তমানে দেশের মানুষের জীবনযাত্রার মান ভালাে এবং তাদের ক্রয়ক্ষমতাও বেড়েছে।’ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের সমালােচনা করে হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেবে না।
তথ্যমন্ত্রী বলেন, সারাবিশ্বেই সব নিত্যপ্রয়ােজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে। দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হওয়ায় দেশের মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ঘােলা পানিতে মাছ শিকার করতে চায়। তা ছাড়া বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় সর্বদা ব্যস্ত রয়েছে।’