দুবাইতে বিএমএসএফ’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪৫ বার পঠিত

 

দুবাই,শুক্রবার, ২২ জুলাই,২০২২: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক নগরী দুবাই ব্লু চেলসিয়া হোটেল বলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক আলোকিত সকাল পত্রিকার আরব আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন এবং প্রতিদিন বাংলাদেশের আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের সঞ্চালনায় প্রথমেই কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সহ-দফতর সম্পাদক মামুন মাহিম।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি আরব আমিরাত প্রতিনিধি, প্রতিদিন বাংলাদেশের সম্পাদক এম শামসুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মাই টিভি আরব আমিরাতের সভাপতি, প্রতিদিন বাংলাদেশ’র চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আল আবিরের সাধারণ সম্পাদক ইয়াকুব সুনিক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা, স্বাধীনদেশ টিভির সিইও মাহবুব হাসান হৃদয়,এস এ টিভির আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, মাই টিভি দর্শক ফোরাম আরব আমিরাতের সহ-সভাপতি জনতা ব্যাংক দুবাইয়ের কর্মকর্তা রিয়াদ হোসেন, ফার্স্ট আবুধাবি ব্যাংক (এফএবি)’র কর্মকর্তা ফরিদ উদ্দিন, এলিগ্যান্ট সার্ভিস (বিজনেস সেটআপ এবং আইন পরামর্শ সংস্থা)’র স্বত্বাধিকারী এস এম এফ শাহিদ, রয়েল আর্কেন রিয়েল স্টেট’র ম্যানেজার হেলাল উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি নিউজ এর সম্পাদক গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের প্রচার সম্পাদক সাগর দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সদস্য ওসমান সরোয়ার, সদস্য মোঃ ফারুক,সদস্য এরশাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিল হোসেন, মোঃ জিহাদ হোসেন, মোঃ আল আমিন, মোঃ এনামুল সহ আরও অনেকে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা সরকার কর্তৃক অবিলম্বে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন সহ ১৪দফা দাবী বাস্তবায়ন করার আহবান জানান। তাহলেই সংবাদ কর্মীরা দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে উৎসাহ পাবে বলে মতপ্রকাশ করেন।
সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের কল্যাণে তথা দাবী আদায়ে সব সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং অন্যায় ভাবে নির্যাতিত হওয়া সংবাদকর্মীদের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও কেন্দ্রীয় সভাপতি, সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ সকল গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর