নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যাক্তি উদ্যেগে নওগাঁ পৌর সভার ডিগ্রী কলেজ মোড়ে রাস্তার পাশে, নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ও খাস নওগাঁ ঈদগাহ মাঠে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ রোপন করেন। বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্বাস আলী, জয়যাত্রা টিভির নওগাঁ প্রতিনিধি ফারমান আলী, স্মৃষ্টি টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সুুুুবীর দাস , মধুমতি টেলিভিশনের সজিব হোসেন ও শাকিল আহম্মেমদ প্রমুখ।
উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। তার একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে তিনি তালের আঁটি রোপন শুরু করেছেন। এখন তাল বাগনের অনেক তাল গাছ মাটি ভেদ করে গাছ ২ থেকে ৩/৪ ফিট উচু হয়ে পাতা মেলে রাস্তার সোভা বর্ধন শুরু করেছে। আর ২০১৭ সালে মান্দা ফেরীঘাট হতে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত ৫ হাজার ৫’শ গাছ লাগানো হয়েছিল সে গুলো ৩/৪ ফিট উচু হয়ে এখন দৃশ্যমান। আর ৩য় বারের মতো রোপিত নতুন আঁটি গুলো থেকে কিছু দিনের মধ্যে বৃষ্টি শুরু হলেই পাতা মেলতে শুরু করবে। এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।