নড়াইলের আওয়ামী রাজনীতির চলমান বৈষম্যতা দূরীকরণ ও আসনটি ধরে রাখার জন্য লায়ন নুর ইসলাম এর বিকল্প নেই বলে জানিয়েছেন নড়াইল ২ আসনের জনসাধারণ।
গত ঈদুল ফিতর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এ এলাকার নৌকার আগ্রহী প্রার্থীগন।
প্রচারনার শুরু থেকেই পোস্টার ছেঁড়া, প্যানা ভাঙচুর, ছবি কাটা সহ, নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী আক্রমণ ও ১৫ ই আগস্টের শোক দিবস উপলক্ষে করা গেটগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙচুর করা নড়াইল দুই আসনে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় সদ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এমপি ও দলের সাধারণ সম্পাদক দুই গ্রুপের পাল্টা স্লোগান এবং আচরণে অতিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা নড়াল দুই আসনের আপামর জনসাধারণ।