বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্র শিল্পী সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্রপোরেশনে (বিএফডিসি) সোমবার (৩০ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নতুন মেয়াদে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন চিত্রনায়ক অমিত হাসান। আর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ক্যারিয়ারে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পপি। তিনি পেয়েছেন ৩২৫ ভোট।
জয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী। পপি বলেন, ‘ভোটার সহকর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ। সবাইকে অনেক ভালোবাসা আমাকে সমর্থন দেয়ার জন্য। আজকের যে স্বীকৃতিটা আমি পেলাম তা আমার ক্যারিয়ারের বিরাট প্রাপ্তি হয়ে থাকবে।’
নেতৃত্ব পেয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন পপি। তিনি বলেন, ‘আগের কমিটি যে কাজগুলো করেছে সেগুলোর সাফল্য ব্যর্থতা যাচাই করে নতুন পরিকল্পনায় কাজ করতে চাই। পুরনো কমিটি যে কাজগুলো হাতে নিয়েছিল কিন্তু শেষ হয়নি সেগুলোও যেনও আমরা শেষ করতে পারি। সেই বিষয়টি আমি গুরুত্ব সহকারে শেষ করব।’
নিজের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে পরি বলেন, ‘প্রতিটি পদই এখানে গুরুত্বপূর্ণ যদি সেই পদে থাকা মানুষটি পরিশ্রমী হয়, কর্মঠ হয়। তাই আমি মনে করি একজন আমিও ফিল্ম ক্লাবের অনেক ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। অন্তত চেষ্টাটা করব।’
বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অমিত হাসান ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী (৩২৫), রত্না (৩৪৪), মাহমুদুল হক পলাশ (২৮৮), জাহিদ হোসেন (৩১৬), সাফি উদ্দিন সাফি (২৮২), সৈয়দ রাফি উদ্দিন সেলিম (২৩২), রবিন খান (২৬৪), রশিদুল আমিন হলি (৩০১), আব্দুল্লাহ জেয়াদ (৩০০)।
বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনে ৫১১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৯০ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।