নীলফামারীতে একাডেমী কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে দিনাজপুর ও কুড়িগ্রাম

 নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পঠিত
 গতকাল জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হলো গ্রীণ ভয়েস বিএফএসএফ রংপুর বিভাগীয় অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২২। এতে রংপুর বিভাগের আটটি জেলা অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায় থেকে বয়স ভিত্তিক খেলোয়াড় পরবর্তী সময়ে জাতীয় ফুটবল দলের পাইপলাইন হিসেবে কাজ করবে বলে এরকম আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। উক্ত একাডেমী কাপের সার্বিক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ডিএসএ ও ডিএফএ নীলফামারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনাব আলমগীর কবির,প্রধান সমন্বয়ক,গ্রীণ ভয়েস।
আরিফ হোসেন মুন,সাধারণ সম্পাদক ডিএসএ, সভাপতি ডিএফএ ও চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি। জনাব সাইদুল আবেদীন ডলার,সাবেক মহাসচিব, কুড়িগ্রাম সমিতি। জনাব রাজু আহমেদ,নিউজ এডিটর জিটিভি। জনাব জালাল হোসেন লাইজু, সাধারণ সম্পাদক,টুর্নামেন্ট কমিটি, এনামুল হক, সাবেক জাতীয় ফুটবলার ও মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। দিনের প্রথম ম্যাচে জয়ে পেয়েছে মানু স্মৃতি ফুটবল একাডেমী,দিনাজপুর।
৪-০ গোলের ব্যবধানে তারা গাইবান্ধা সদর ফুটবল কোচিং একাডেমী, গাইবান্ধাকে পরাজিত করেছে।২টি গোল করেন মুশফিকুর রহমান হৃদয়। ম্যান অফ দ্যা ম্যাচ মুশফিকুর রহমান হৃদয়,দিনাজপুর। দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মেধাবী কল্যান সংস্থা,কুড়িগ্রাম। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়ায়।
এতে ৪-৩ গোলে ঠাকুরগাঁও ফুটবল একাডেমীকে পরাজিত করে জয় পায় মেধাবী কল্যান সংস্থা,কুড়িগ্রাম। ম্যান অফ দ্যা ম্যাচ শরীফ আরমান,কুড়িগ্রাম। আগামীকাল দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় অংশগ্রহণ করবেন নীলফামারী ফুটবল একাডেমী, নীলফামারী বনাম কলেজ পাড়া ফুটবল একাডেমী, লালমনিরহাট। দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল ৪টায় অংশগ্রহণ করবে বোদা উপজেলা ফুটবল একাডেমী বনাম ইউনাইটেড ফুটবল একাডেমী, রংপুর। সকল খেলা শেখ কামাল স্টেডিয়াম নীলফামারীরতে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর