নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের ওপর হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের

stuff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬৪৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ডিবির এসআই সাইদ মিয়া বাদী হয়ে ৩টি মামলা দায়ের করেন।
এর মধ্যে অস্ত্র আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, পুলিশ ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী আমির হোসেন লিটন (৩৭), আব্দুর রশীদ সায়েম (২০) কে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে মাদক ব্যবসায়ীদের তাদের সাঙ্গ পাঙ্গদের হামলায় তিন ডিবি পুলিশ ৩ কর্মকর্তা আহত হয়। এ সময় ১টি পাইপগান, ১০০ পিস ইয়াবা, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর