নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর সংঙ্গে গনমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলামঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার পঠিত

 

২৭ এপ্রিল আজ বৃহস্পতিবার আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক লায়ন নুর ইসলাম নড়াইল ও লোহাগড়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে লোহাগড়া উপজেলার সামনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সিনিয়র সাংবাদিক অশোক কুন্ডু, সুলতান মাহমুদ, সরদার রইচ উদ্দিন টিপু, জহির ঠাকুর, সেলিম জাহাঙ্গীর, মোঃ মোস্তফা কামাল, মোঃ আলমগীর হোসেন, প্রমুখ।

এ সময় লায়ন নুর ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক অনুষ্ঠিত হবে। আমি নড়াইল জেলার সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি এবং নড়াইল -২ আসনের সকল মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নড়াইলবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন লায়ন নুর ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর