মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফলজ,বনজ,ঔষধি সহ নানা প্রজাতির চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ জুন মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে ৬৪০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকাল এগারোটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপির সদস্য-সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন -উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিন মিয়া।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আনসার মহিলা প্রশিক্ষিকা জোসনা বেগম,অন্যান্যদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা,দলনেত্রী ইউনিয়ন কমান্ডারগন এসময় উপস্থিত ছিলেন।