পেশার দাবি বাস্তবায়নে প্রবাসী সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ থাকা উচিৎ: ভেনিসে এমডি রিয়াজ

মোঃ শহিদুল ইসলাম,স্টাফ রিপোটার
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২২৭ বার পঠিত

 

ভেনিস,শনিবার,২০ আগষ্ট,২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি রিয়াজ হোসেন বলেছেন, সাংবাদিকদের পেশার দাবি ও মর্যাদা রক্ষায় প্রবাসী সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ থাকা উচিৎ। শুক্রবার ইতালির ভেনিস সফররত নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইতালি প্রতিনিধি,মানবাধিকার কর্মী ,বিডি প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক,অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি রিয়াজ হোসেন ভেনিস সফরকালে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সভায় সময় টিভির ভেনিস প্রতিনিধি মাকসুদ রহমানের সভাপতিত্বে ও আরটিভি প্রতিনিধি আসলামুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সিনিয়র সহ-সভাপতি বেলাল হাসাইন,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ,বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি মোবারক হোসেন,কোষাধ্যক্ষ নুরুজ্জামান, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী রোনাক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের সভাপতি তাজুল ইসলাম,ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন,ভেনিস বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক নুরে আলম ভুইয়া,ব্যবসায়ী কবির আল মাহমুদ ও আব্দুর রহমান প্রমূখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি নাজমুল হোসেন,বাংলা টিভির প্রতিনিধি সোহানুর রহমান উজ্জল,বঙ্গ টিভির প্রতিনিধি সজিব আল হাসান,মিডিয়া কর্মী নাঈম-তৃষা দম্পতি ও কবির হোসেন।

বক্তারা বলেন, কমিউনিটি উন্নয়নে প্রবাসী সাংবাদিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। প্রবাসীদের সুখ দুঃখে দেশী সাংবাদিকরাও পাশে থাকবে এমনটাই প্রত্যাশা করছি।

রিয়াজ হোসেন বলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজকে কেউ হারাতে পারেনা। সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে ভেনিসে কর্মরত সাংবাদিকদেরও ১৪ দফা দাবিতে ঐক্যবদ্ধ থাকা উচিৎ। ভেনিস বসবাসরত সাংবাদিকদের সকল সুখ দুঃখে রোমস্থ সাংবাদিকদের পাশে পাবার অঙ্গীকার ব্যক্ত করেন। শুধু ইতালি নয় পুরো ইউরোপের সাংবাদিকদের বিপদে আপদে আমরা ঐক্যবদ্ধ এবং একই প্লাটফর্মে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর