আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইদহের হরিনাকুণ্ডু বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকালে হরিণাকুণ্ডু উপজেলা আ’লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর জোষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি-কে হত্যার হুমকির প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দোয়েল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দার,ঝিনাইদহ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি মোঃরওশন আলী,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক আরশাফুল হক জুয়েল।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এসময়ে আরও উপস্থিত ছিলেন,ইউপি
চেয়ারম্যান নাজমুল হোসেন তুষার,জাহিদুল ইসলাম বাবু
মিয়া,মনজুর রাশেদ,বশির উদ্দীন,কামাল হোসেনসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সহ আরও অনেকেই।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিম তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-
জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে।বিএনপি-জামাত যদি কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।