প্রাণনাশের হুমকি দেওয়া ব্যাংকারের বিরুদ্ধে থানায় জিডি

 কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৪৬ বার পঠিত

 

প্রাণনাশের হুমকি দেওয়া সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র অফিসার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ১০ তারিখ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মাসুদ রানা, যার নং ৫৪৫ । জিডি সূত্রে জানা যায়, মাসুদ রানার পিতা মৃত আবুল হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, তিনি ০৭.০৮.২০০৩ সালে মৃত্যুবরণ করলে তার পেনশন বই সোনালী ব্যাংক কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় জমা হয়।
অবশেষে ২০২০ সালে উক্ত পেনশন বই কুষ্টিয়া হিসাব রক্ষণ অফিস থেকে খুঁজে পেয়ে তার মাতা সেলিনা বেগমের নামে অবসরোত্তর পেনশন ভাতা পাইবার জন্য রাজশাহী পুলিশ রিজার্ভ অফিসে আবেদন করলে রাজশাহী ডিভিশনাল একাউন্টস এর কার্যালয় হতে ডিসিএ/রাজ/পেনশন ৬৪২৮ নং স্মারকে গত ০৯/০৫/২০২১ তারিখে একটি পত্র প্রেরণ করেন।
উক্ত পত্রে উল্লেখ আছে যে, তিনি সর্বশেষ কত তারিখে পেনশন উত্তোলন করেছেন তার একটি প্রত্যায়ন পত্র উক্ত অফিসে দাখিল করতে হবে।
উক্ত প্রত্যায়ন পত্রের জন্য মাসুদ রানা গত ৯/৫/২০২২ তারিখে কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় গেলে ম্যানেজার রাশিদা পারভীনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ম্যানেজার এর কাছে কথা বলা কালীন সময় পাশে বসা বিবাদী ছানোয়ার হোসেন তাকে ডেকে নিয়ে বলেন প্রত্যায়ন পত্র দেওয়া যাবে না। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে অভিযুক্ত ছানোয়ার হোসেন রাগান্বিত হয়ে আনসার ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে সময় বিবাদী ছানোয়ার হোসেন চেয়ার থেকে উঠে পিঠে ধাক্কা মেরে বারান্দায় নিয়ে এসে তাকে প্রাণ নাশের হুমকি দেয় যে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো তুই আমাকে চিনিস। সেই সাথে নানারকম ভয়-ভীতি প্রদর্শন করেন মাসুদ রানাকে। বর্তমানে মাসুদ রানা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর