মহান স্বাধীনতার স্থপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষীপুরের ১৩ নং দিঘলি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শাহাদাৎ বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মিলাদ মাহফিল ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।