ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপনে পূষ্পমাল্য অর্পণ,আলোচনা,কেক কাটা সহ কমলমতি শিশুদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পূষ্পমাল্য অর্পণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,মনজুর রাশেদ, জাহিদুল ইসলাম বাবু সহ অনেকে।
আলোচনা শেষে দুইটি দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পূরুষ্কার তুলে দেওয়া হয়। কোমলমতি ছেলেমেয়েদের নিয়ে কেককেটে তাদের মুখে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন অংশ নেয়।