স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের দয়ালের মোড়ে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজেশ মজুমদার এর আয়োজনে খাবার বিতরণ করা হয়।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের পর তার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদদ খান পিটু, যুবলীগ নেতা মহিবুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা নাহিদ হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন মোল্লা ও মুক্তার আল মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক এএইচ তন্ময়, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।