বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫৭৫ বার পঠিত

বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে তামিম (৯) নামের এক কিশোর।

সাইফুল, মেহেরপুর প্রতিনিধিঃ
বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে তামিম (৯) নামের এক কিশোর। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের পাশ দিয়ে বহমান মাথাভাঙ্গা নদীতে।
স্থানীয়রা জানান, রবিবার তামিম তার নানা মোজাম্মেল হকের বাড়ি পীরতলা গ্রামে বেড়াতে আসে। দুপুরে কয়েকজন খেলার সাথী নিয়ে গোসল করতে মাথাভাঙ্গা নদীতে নামে তামিম। গোসল শেষে অন্য বন্ধুরা উঠে আসলেও তামিম নিখোঁজ থাকে।
এ পরিস্থিতিতে স্থানীয়রা পীরতলা পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়। ক্যাম্প ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে তামিমকে উদ্ধারের চেষ্টা করে। অপরদিকে সংবাদ পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার স্টেশনের একটিদল নিখোঁজ তামিমকে খুঁজতে মাথাভাঙ্গা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন। সংবাদ লেখা পর্যন্ত কিশোর তামিমকে খুঁজে পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর