বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শোক ও সমবেদনা

মোঃ শহিদুল ইসলামঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১১০ বার পঠিত

 

স্বজন সাংবাদিক ফোরামের সদস্য, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে)’র সিনিয়র সদস্য পরলোক গমন করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার সন্ধ্যায় তিনি অসুস্থ্যতা বোধ করলে নগরীরর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
উল্লেখ্য গত ২১ ডিসেম্বর’২২ইং বুধবার তার পিতা অনিল কুমার সাহা পরলোক গমন করেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড, শাহ আলম টুকু, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি আরিফুল ইসলাম, সহ সম্পাদক রিফাত আল মাহামুদ, অর্থ সম্পাদক ইয়ামিন আলী, সদস্য বাবুল সরদার,হেদায়েত হোসেন লিটন, সৈয়দ শওকত হোসেন, খন্দকার আকমল উদ্দিন সাখী, মোল্লা আব্দুর রব, সুমন খান, সরদার শুকুর আহমেদ, নেয়ামুল হাদিরানা, অরিন্দম দেবনাথ, মামুন আহমেদ সহ সংগঠনের সদস্য বৃন্দ শোক সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর