বাবার সাথে থাকা মোটরবাইক থেকে পড়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৭৭ বার পঠিত
 চট্টগ্রামের সীতাকুণ্ড বায়েজিদ বোস্তামী লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ফাতেহা জাহান জেবা চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজছাত্রী বাবার মোটরসাইকেলের পেছনে বসে এনায়েত বাজার মহিলা কলেজে যাওয়ার জন্য রওনা করেছিলেন। পথিমধ্যে বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজের কাছাকাছি পৌঁছালে কাদা মাটিতে পিছলে মোটরসাইকেল থেকে দুইজন ছিটকে পড়েন। এ সময় জেবা রাস্তায় ছিটকে পড়েযায় তখনই পেছনের দ্রুত গতির একটি গাড়ি তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেয়ের বাবার তেমন সমস্যা হয়নি। হাতে সামান্য ব্যাথা পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর