ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ১ জন আহত হয়েছেন। বুধবার(১৪সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তোলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২ টার দিকে বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃবসির উদ্দীন ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি হাশেম মিয়ার সমর্থকদের মধ্যে ভোট ক্যানভাস করা নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে চেয়ারম্যানের ভাগিনা রাফিস গুরুতর আহত হয়। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।