ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাকলী আক্তার (৩৫) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। কাকলী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।
এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তিনি।