বিরল রোগ AVN আক্রান্ত বিশ্বজিৎ চন্দ্র দাস-সাহায্যের আবেদন
বিশ্বজিৎ চন্দ্র দাস (২৭)। পেশায় স্বর্ণকার। লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের ধনি রাম দাশ বাড়ির দিলীপ চন্দ্র দাসের ছেলে। গত ৩ বছর যাবত বিরল রোগ AVN (কোমরের হাড় জয়েন্ট ব্যথা) ভুগছেন। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী হওয়ার দরুন চিকিৎসা কাজে সহায় সম্বল নিঃশেষ হয়ে যাওয়ায় দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
অসুস্থতার সুযোগে বিশ্বজিতের স্ত্রী তার সাথে সম্পর্ক ছিন্ন করে বাপের বাড়ি চলে গেছেন। ছেলেমেয়ে নিয়ে বিশ্বজিৎ নিরুপায় হয়ে সহৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন।
যারা এই অসহায় বিরল রোগে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করতে চান অনুগ্রহ করে বিশ্বজিতের বিকাশে সরাসরি করতে পারেন।
বিশ্বজিৎ চন্দ্র দাস
০১৭৯৯-৩৬৬৪৬২
চররুহিতা, সদর লক্ষ্মীপুর।