মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ), বাদ আছর সদর উপজেলার বুড়িপোতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক আনারুল ইসলামের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
বিশিষ্ট সমাজসেবক মুখলেছুজ্জামান ও ২নং বুড়িপোতা ইউনিয়নের নির্বাচিত মেম্বার জাহাঙ্গীর হোসেন মাস্টারের সার্বিক সহযোগিতায়, তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওঃ মোঃ ইব্রাহীম খলিল মুজাহীদ।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ জাবেরুল ইসলাম।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে বুড়িপোতাসহ আশেপাশের গ্রাম থেকে শতশত মুসল্লি শরিফ হন।
মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসার সুব্যবস্থা ছিল।
মাহফিল শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।