বেপ‌রোয়া বাসের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বুকে আঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার পঠিত

 

জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান ও জাতীয় সংস‌দের বি‌রোধী দলীয় উপ‌নেতা Ghulam Muhammed Quader এম‌পি ম‌হোদ‌য় বনানী অ‌ফিস থে‌কে বাসায় ফেরার প‌থে ‌খিল‌ক্ষেত লা মে‌রি‌ডিয়ান হো‌টে‌লের সাম‌নে এয়ার‌পোর্ট রো‌ডে এক‌টি দ্রুতগামী বাস ওনার গাড়ী‌কে ডান পাশ থে‌কে স‌জো‌রে ধাক্কা মা‌রে। চেয়ারম‌্যান বু‌কে প্রচন্ড অ‌াঘাত পে‌য়ে‌ছেন। তি‌নি বর্তমা‌নে বাসায় ব‌্যক্তিগত চি‌কিৎসকের তত্বাবধা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে‌ন।

খিল‌ক্ষেত থানা পু‌লিশ চালক সহ বাস‌টি অ‌াটক ক‌রে‌ছে। বেপ‌রোয়া বাস চাল‌কের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী কর‌ছেন দলের নেতাকর্মীরা।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর